Bangla sad Kobita lyrics Collection
আজ এই পোস্টিতে আমি আপনাদের সাথে বাংলা দুখেঃর কোবিতা ( Bengali sad poem, Bangla sad kobita ) শেয়ার করতে চলেছি। এই কবিতাগুলি আপনি আপনার বন্ধু-বান্ধব বা আপনার প্রিয় ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন। এখন অনেকেই ইন্টারনেট এ বাংলা দুখেঃর কবিতা খুজে থাকেন তাই এই আরটিকেল টি আমরা পোসট কোরেছি।
Bangla Sad Kobita prai sobai pochondo. tai prai sobai internet a bangla love kobita ba bangla onnanno kobita khuje thake.
Bangla poem list is here
। মনের কোনে অন্ধকার ।মেঘ ঢেকেছে স্বচ্ছ আকাশমনের কোনে অন্ধকার,পাইনা খুঁজে পাগল হাওয়াউৎসবেতে নির্বিকার।তোমার শাড়ির রঙ উঠেছেবারান্দাতে একলা মন,ঘরের ভেতর ঝাপসা আলোয়ইচ্ছেগুলোর বিসর্জ্জন।শহর জুড়ে বিষণ্ণতাল্যাম্পপোস্টটা একলা আজ,প্রেমিক মনে কষ্ট বাড়ে,আটকে গেছে শাড়ির ভাঁজ।মনের ভেতর একলা সবাইচোখের কোনে অন্ধকার,তবুও তুমি আকাশ দেখবৃষ্টি চাইছো আরেকবার।দিগন্ত আজ একলা ভিষণদিচ্ছে না কেউ বাড়িয়ে হাত,ঝুলতে থাকা সন্ধ্যাতারাখাচ্ছে গিলে গভীর রাত।
। নীল লতা ।চলো যাইসীমানা হারাই,দুর নীলিমায়,আকাশ নামে যেথায়,সাগর ছোঁয়ার নেশায়,নীল আর নীলিমায়,,পাখিরা গান গায়,নিশ্চুপ মিলন মেলায়।
। বিস্মৃতী ।হয়তো আমি তারে ভালোবাসিনিহৃদয়ের চোখ খুলে দেখিনি অনিন্দ্য প্রেমযতটুকু চেয়েছিল তার চোখ,ফিরে গেছে নিরাশায়অপূর্ণতায় পূর্ণ তার অপেক্ষাউপেক্ষার উত্তাপে গলে পড়া আমাদের সম্পর্কের কাচবালির বাধে যেখানে টিকে থাকে শুধু প্রেমহীন প্রয়োজনকোন এক বৃষ্টির দিনে আমার সেকথা মনে পড়ছেবিষন্ন কফির ধোয়ায় আমার মনে পড়ছেতোমার সাথে আমার ছিল প্রণয়ের দিন।তোমার সাথে আমার ছিল প্রণয়ের রাত।অপরাহ্নের ম্লান আভা ছড়িয়ে যাচ্ছে চারিদিকেমেঘের আলিংগনে ধূসর হচ্ছে অস্ফুষ্ট চাদোয়াবিরক্তিমাখা কঠিন মুখ,কপালের চিন্তিত ভাজশত অভিনয়ের সময় আমাকে নিস্তেজ করেছেআমি তারার দলে তারা হয়ে গেছিদেখেছি ঐন্দ্রজালিক হৃদয়ভাংগাসাপের খোলসের মত বেরিয়ে এসেছে সমকালীন বিষতীব্র নীলে আমি নীলকন্ঠ হয়েছি ক্রমশমানুষ হারিয়ে সে মানুষ খুজেছেআমি মানুষ পুষেছি,তারপর তারা এলোআমাদের ছোট পৃথিবীটা হারিয়ে গেলোঅবশ্য আমি তাকে গুছিয়ে রেখেছি অতীতে,স্বযত্নেসূর্যের দিন একটি একটি করে চলে যাচ্ছেঅনন্ত ঘোরে থাকতে থাকতেআমি ভুলে যাচ্ছি,আমি ভুলে যাচ্ছিতোমার সাথে আমার ছিল প্রণয়ের দিন।তোমার সাথে আমার ছিল প্রণয়ের রাত।
৷ বাঁচিয়ে রেখো প্রেম ৷দুজন মানব মানবী জগতের সকল কাজ কেন ফেলেএকখন্ড অবসর খুঁজে নিয়ে কেন নিঃসঙ্গ নিরালায়একে অপরকে চিঠি লিখতে বসে?গভীরে চেপে রাখা ওদের অনুভূতিরা কোথাও কি অস্থির ডানা মেলে যায়?একের জীবনের দারুণ আঘাতের দাগ অবলীলায়অপরে মুছিয়ে দেয় কি স্বার্থহীন ভালোবাসায়?আস্থার বিয়োগান্তর ঘটতে ঘটতে এইসব রোবোটিক কোলাহলেআমার যান্ত্রিক চোখে প্রজাপতি আর প্রেম প্রায়শই ধূসর হয়ে আসে।শীতের পাতাঝরা সন্ধ্যায় বাড়ি ফিরে কেউ কি দৃষ্টি রাখে দ্বিতীয়জনের চোখের পাতায়?মুখোমুখি হোক, বা পাশাপাশি- শান্তি খোঁজে কি এখনো কেবল কাছে আসায়?বিস্ময় এই যে, খানিক ছুটি আর খানিক দমকা বাতাস পেলেঢেউয়ের মতন ধাক্কা দিয়ে কে যেন শুনিয়ে যায়; প্রেম কিছুতেই অর্থহীন নয়!নদীতীরে দাঁড়িয়ে দেখি একদিকে যেমনজলের কলতান, অন্যপারে ধূ ধূ বালি আর কাদামাটি-তেমনি সুরে কী যেন ডেকে ওঠে মাটির ভেতর থেকে-সুন্দর তো নয়, কেবল সোনালি প্রেমের পূজারী চাই!নরম শিস দিয়ে ডেকে তোলে, জানায়- আছি, এইতো আছি!যেটুকু পথ এখনো রয়েছে বাকি, তাতে বাঁচিয়ে রেখো প্রেম, আগলে রেখো সংবেদনের ক্ষয়-Advertisementতারই জোরে আমি আজও পথ হাঁটি, একান্তে প্রেমের সুরে কান পাতি।
। ফিরে এসো অপরূপে |কত দিন ধরে তোমার পথ পানে প্রতিক্ষায় প্রহর গুনছিযেন বহু কাল ধরে পাহাড়সম অনন্ত পথে পথে বিরামহীনহেটেঁই চলছি দিন কি রাত তবু যে শেষ হয় না আজ অবধি,বৃষ্টির পরম ছুঁয়ার স্পর্শের জন্য ,চৈত্রের রোদ্রে মৃত্তিকার বুকফাঁটা আর্তনাদআজও ভালোবাসার মহিমা পাবার অপেক্ষায়কৃষ্ণচূড়ার রক্তিম ফুলের শোভা পেতে কেউ আজি বের হয় নাকত দিবস রজনী গেল পার উম্মাদ মত্তে তোমাকে পেতেচাঁদের মায়াবী জ্যোৎস্নার তরঙ্গে কত দিন গাত্র ভাসেনিক্ষুধার তাড়নায় চাঁদের মায়াবী আকর্ষন আর হৃদয়ে এটে নাবিশ্বময় মৃত্যু মিছিলে তোমার এমন রুদ্ররুপ একেবারেই বেমাননশুধু চঞ্চল এই মন বাধঁন হারা থাকিবার চায় দিগন্ত থেকে দিগন্তেশুধু তোমার পথ পানে চেয়ে কতটি প্রহর দিলাম পাড়ি, শুধুই মরিচীকাকতকাল ধরে পাহাড়ি ঝর্ণার তন্দ্রা লাগা কলকল ধ্বনি শুনিনাস্রোতের টানে তরঙ্গে গা ভাসিয়ে ঢালু পথে কত দিন গত হলোমন মাতানো হইহুল্লুর আবার দেখার সুদিন কবে আসবে বলো ?বিরহে বিরহে বাকীটা জীবন নি:স্তবদ্ধ পৃথিবীর নিরব দর্শক হবোএভাবে বাচিঁবার জন্য আর মৌনতার মিছিলে আমাকে পাবে নাআমি আবার প্রকৃতির সবুজ শ্যামলরূপে তোমাকে পেতে চাইযেখানে থাকবে সুনীল আকাশ, স্নিগ্ধ সমীরণ, মায়াবী চাদঁ, রক্তিম সূর্য্যগোধূলীর ক্লান্ত বিকেলে দিগন্তে রবির মায়াবী কিরণ, পাহাড়ি ঝর্ণধারারাজপথে জনযানের কোলাহল ও মেঠো পথে গ্রামীণ মানুষের উৎচ্ছাসআজি বৃষ্টির পরম স্পর্শে মৃত্তিকার তৃষ্ণা মিটিয়ে সবুজরূপে ফিরে এসোকথা দিলাম দানব হয়ে তোমারি হৃদয়ে কুঠারী আঘাত আর হবে নাসবুজ শ্যামল অরুণ্যে ঘেরা তুমি ফিরে এসো তোমার অপরূপে।
Bangla sad choto kobita

হৃদয় ভাঙার অপরাধে যদি হতো সাজা,মিথ্যে প্রেমিক হত বুঝি কারাগারের রাজা।ব্যার্থ প্রেমিক থাকতো বুঝি ভালো থাকার দলে,মনের ব্যাথা সারতো যদি প্যারাসিটামলে।
Hidoy bagaer oporadha jodi hoto saja,mitha pramik hoto bujhi karagorar raja.bartho pramik thaktho bujhi valo thaker dola,moner batha sartho jodi paracetamol a.

কবির কলম যাচ্ছে থেমে চিন্তার পারদ নাচেপ্রেমগুলো আজ বন্ধক যেন প্রতিকূলতার কাছে।Kober kolom jacha thama chintar parod nachepram gulo aj bondhok jano protikulothar kache.

তখন হঠাৎ বিবেক আমার সেই আমি কে খোঁজে,দুঃখ পেলেই কেঁদে নিতাম আঁচলে মুখ গুঁজে।Thokhon hothat bibak amer say ami k khoja,dukho palay kadha nitam anchal muk guja

একাকীত্বে মন পুড়েছে আজ জঙ্গলে লাগা দাবানলের মত।ঠিক যেমন তোর বিরহে-ঝড় উঠেছিল,বেড়েছিল ক্ষত।Akakirtha mon puracha aj joggola laga dabanoler moto.thik jamon tor biroha-joher uthacha,berachilo khoto.

তুমি পাল্টে নিয়েছো,নিজেকে আর বদলে ফেলেছো রাস্তা ,কোহিনুর,তুমি নিজেকে করেছো আরোও আরোও বেশি সস্তা।Tumi palta niyacho,nija k ar bodla falachi rasta,kohinur,tumi nijaka koracho aro aro bashi sosta.
Bangla sad kobita
যে ছেলেটা স্বপ্ন দেখে আকাশ দেবে পারি।গড়বে সেথা স্বপ্ননগর চাঁদের দেশে বাড়ি।সমাজ তাকে শিখিয়ে দেয়-জীবন বড় কঠিন,নিজের সাথে লড়াই করে বাঁচতে হয় প্রতিদিন।J chalata sopno dhakha akash daba pari.gorba satha sopno nogore chandher dasha bari.somaj ta k seekiya dey-jibon boro kothin,nijer satha loorai kora bachta hoy poti din.
তোমার কথা লিখতে গিয়ে আমি বর্ণনাটা ঝরনা হয়ে ঝরে ভালোবেসে ছন্দেরা যারা মিলে-লোকে সেটাই কবিতা মনে করে।Tomer kotha liktha giya ami bor nona ta jhorna hoya jhora valobasha chondara jara mila-lok k satai kobita mona kora.
অজানা এক আকর্ষণে যতবারই কাছে আসি-ততোবারই নতুন লাগে,নতুন করে ভালোবাসি।
Ojana ak akorson a jotobari kacha ashi-totobariy notun laga,notun kora valobashi.
সব হারিয়ে জীবন আবার,উড়তে চাওয়ার ঝোঁক।হাসি ফোটার আবার জীবন ভুলিয়ে দিয়ে শোক।আগের জীবন মন খারাপের দাঁড়িয়ে আছে ঠাঁই।জীবন এখন ভালোবেসে নতুন জীবন চায়।Sob hariya jibon aber,urtha chwer jhok.hasi foter aber jibon vuliya diya sok.ager jibon mon kharaper dariya acha thi.jibon akhon valobasha notun jibon chi.
হাফপ্যান্ট আর দু’টাকার লজেন্স,বইয়ের ভার সত্যি ছিল সোজা।কাঁধ দুটো আজ ভীষণ রকম শক্ত অনেক ভারী দায়িত্বভারের বোঝা।স্বাধীনতা ও সুখ কেড়ে নিয়ে এই বুঝি!পরাধীনতায় শান্তি ছিল খুবদায়বদ্ধতাই ঘামে ভেজার থেকে সুখের ছিল,মাঝ পুকুরের ডুব।Happant r dutakar logenzes,boyer var sotti chilo soja.kanad duto aj vison rokom sokto onak vari dayitto varar bojha.Shaadi nota o suk kara nay ai buji !poradhinotai sokti chilo khub.daybodhota ghama vajer thaka suker chilo,maj pukurar dub.
নিরস গুমোট গ্রীষ্মকালের পরে একটা ভিজে বর্ষা নেমে আসে।গাছের মতন মানুষ ও হয় দৃঢ় ঝড়ের পরে,ভীষণ সর্বনাশে।Niros gumot gisokaler por akta vija barsha nama asha.gacher moton manus o hoy dero jhorar pora.l,vison sorbo nasha.
BANGLA SAD POEMS IN ENGLISH WORDS
Here I have shared bangla poems in English words. Now you can read those bangla poems in English words.
. Manēra kōnē andhakāra.Mēgha ḍhēkēchē sbaccha ākāśamanēra kōnē andhakāra,pā’inā khum̐jē pāgala hā’ōẏāuṯsabētē nirbikāra.Tōmāra śāṛira raṅa uṭhēchēbārāndātē ēkalā mana,gharēra bhētara jhāpasā ālōẏaicchēgulōra bisarjjana.Śahara juṛē biṣaṇṇatālyāmpapōsṭaṭā ēkalā āja,prēmika manē kaṣṭa bāṛē,āṭakē gēchē śāṛira bhām̐ja.Manēra bhētara ēkalā sabā’icōkhēra kōnē andhakāra,tabu’ō tumi ākāśa dēkhabr̥ṣṭi cā’ichō ārēkabāra.Diganta āja ēkalā bhiṣaṇadicchē nā kē’u bāṛiẏē hāta,jhulatē thākā sandhyātārākhācchē gilē gabhīra rāta.
. Bismr̥tī.Haẏatō āmi tārē bhālōbāsinihr̥daẏēra cōkha khulē dēkhini anindya prēmayataṭuku cēẏēchila tāra cōkha,phirē gēchē nirāśāẏaapūrṇatāẏa pūrṇa tāra apēkṣāupēkṣāra uttāpē galē paṛā āmādēra samparkēra kācabālira bādhē yēkhānē ṭikē thākē śudhu prēmahīna praẏōjanakōna ēka br̥ṣṭira dinē āmāra sēkathā manē paṛachēbiṣanna kaphira dhōẏāẏa āmāra manē paṛachētōmāra sāthē āmāra chila praṇaẏēra dina.Tōmāra sāthē āmāra chila praṇaẏēra rāta.Aparāhnēra mlāna ābhā chaṛiẏē yācchē cāridikēmēghēra āliṅganē dhūsara hacchē asphuṣṭa cādōẏābiraktimākhā kaṭhina mukha,kapālēra cintita bhājaśata abhinaẏēra samaẏa āmākē nistēja karēchēāmi tārāra dalē tārā haẏē gēchidēkhēchi aindrajālika hr̥daẏabhāṅgāsāpēra khōlasēra mata bēriẏē ēsēchē samakālīna biṣatībra nīlē āmi nīlakanṭha haẏēchi kramaśamānuṣa hāriẏē sē mānuṣa khujēchēāmi mānuṣa puṣēchi,tārapara tārā ēlōāmādēra chōṭa pr̥thibīṭā hāriẏē gēlōabaśya āmi tākē guchiẏē rēkhēchi atītē,sbayatnēsūryēra dina ēkaṭi ēkaṭi karē calē yācchēananta ghōrē thākatē thākatēāmi bhulē yācchi,āmi bhulē yācchitōmāra sāthē āmāra chila praṇaẏēra dina.Tōmāra sāthē āmāra chila praṇaẏēra rāta.
BANGLA SAD KOBITA VIDEOS
Here, under this heading, I have shared some bangla sad kobita videos with you.
এই বাংলা কবিতার ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আমরা আশা করছি এগুলি আপনাদের ভালো লাগবে।
ALSO READ : Romantic Bangla Kobita Collection
ALSO READ : Bangla Sas Quotes
ALSO READ : Bangla Romantic Quotes
ALSO READ :- Tomake Lyrics
DISCLAIMER
আমাদের এই ওয়েবসাইটে আমরা কিছু ডাউনলোড করতে দিইনি। এই আর্টিকেল এর প্রত্যেক টি কবিতা ও ছবি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এই প্রত্যেক টি কবিতা আমরা আমাদের টীমের কাছ থেকে সংগ্রহ করেছি অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করিনি, তাই আপনারা নিশ্চিন্তে এই কবিতা গুলি সব জাইগায় সেয়ার করতে পারেন।
Final Words For Bangla Sad Kobita lyrics Collection
প্রত্যেক বারের মত এই বারও আমি আপনাদের বলব যদি এই বাংলা দুঃখের কবিতা ( Bangla Sad Kobita ) গুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পোস্টটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। পোস্ট টি শেয়ার করার জন্য আপনি শেয়ার বটন এ ক্লিক করে আপনার পছন্দের এপের মাধ্যমে এই পোষ্টটি শেয়ার করতে পারেন। আর আপনার কোন কবিতা টি ভালো লাগলো সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন।