New Bangla dhadha with answer 2020
Dhadha হলো বাঙালিদের প্রিও জিনিস এমনিতেই বাঙালিরা সবাইকে চিন্তায় ফেলতে ভালোবাসে। তাইতো আজকের এই পসটিতে আমরা কিছু Bangla Dhadha with Answer নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এই সমস্ত ধাঁধা যে কাওকে চিন্তায় ফেলেদেবে। আমরা চেষ্টা করেছি কিছু নতুন করার অর্থাৎ পুরনো সেই দাদু বা ঠাকুমার কাছ থেকে সোনা সেই সব পুরনো বাংলা ধাঁধা সরিয়ে কিছু নতুন ধাঁধা এই সাইটে দিয়ার চেষ্টা করেছি।
এই সাইটে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উত্তরও এখানেই দেওয়া রয়েছে, মানে এক কথায় Bangla Dhadha With Answer। এর উত্তর আগে থেকে দিয়ে রাখার কারণ হলেন আপনি অর্থাৎ আপনাকে যাতে চিন্তায় না পড়তে হয় তার জন্য এর উত্তর এখানে দিয়া রয়েছে। একটি বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি যাকে এই সমস্ত ধাঁধা জিজ্ঞাসা করবেন তাকে অবশ্যই কিছু ক্ষন ভাবনা চিন্তা করতে হবে।
আপনাদের বেটার এক্সপেরিয়েন্স এর জন্য আমরা এতে কিছু ধাঁধার ভিডিও অ্যাড করার চেষ্টা করবো। এতে কিছু ধাঁধা এমন থাকতে পারে যাতে ছবি বা ফটোর দরকার পড়বে তার জন্য আমরা Image বা Photo ব্যাবহার করতে পারি। আপনার বন্ধুদের ওই সব ধাধা ধরার বা জিজ্ঞাসা করার জন্য আপনারা ছবি গুলি তাদের দেখতে পারেন। সবাইকে টেনশন এ ফেলার জন্য তৈরি হতে যান এরপর আপনার কাছে এমন কিছু ধাঁধা আসবে যা আপনি কখনো দেখেননি বা শোনেননি।
Here is the list of Bangla Dhadha with Answer
এমন একটি জিনিস যেটা সব লোকই খায়
ছোট ছেলেরা খেলেপরে মায়ের কাছে যায়
বৃদ্ধ লোকে খেলেপরে মাথায় দেয় হাত
যুবক যুবতীরা খেলে এদিক ওদিক তাকায়
উত্তর :- আছার
তেল চক চক পাতা
ফলের ওপর কাঁটা
পাকলে হয় মধুর মত
দানা গোটা গোটা।
উত্তর :- কাঠাল
তিন অক্ষরে জিনিসটা
কি নাম তার বলনা
মাথা কাটলে চলে আর
মাথা না কাটলে চলে না।
উত্তর :- পেন্সিল
মেঘের ডাকে জল ছেড়ে
ডাঙায় উঠে পড়ে
মানুষ তার মাঠে পেলে
নিয়ে যায় ঘরে।
উত্তর :- কইমাছ
হাত আছে পা নেয়
মাথা তার কাটা
আস্ত মানুষ গিলে খায়
বুক তার ফাটা।
উত্তর :- জামা
তিন অক্ষরে নাম তার
সব লোকে খায়
প্রথম অক্ষর বদ দিলে
ঘর ছাওয়া যায়।
উত্তর :-
একই প্রশ্ন কিন্তু
সবাই আলাদা আলাদা উত্তর দেয়
অথচ সবার উত্তরই ঠিক
প্রশ্নটি কি ?
উত্তর :- তোমার নাম কি ?
আমি অন্ধকার কিন্তু
আলো ছাড়া আমার অস্তিত্ব নেই
আমি কে ?
উত্তর :- ছায়া
কোথায় নদী আছে
কিন্তুু জল নেই
পাহাড় আছে
কিন্তু পাথর নেই
দেশ আছে
কিন্তু লোক নেই ?
উত্তর :- ম্যাপ বা মানচিত্র
সমুদ্রে জন্য আমার
থাকি সবার ঘরে
একটু জলের স্পশ্র পেলে
যায় আমি মরে
উত্তর :- নুন বা লবণ
কত,র মধ্যে কত বাদ দিলে
কত থাকবে ?
উত্তর :- ‘র’ ( কত,র লেখাটি থেকে কত বাদ দিলে র লেখাটি পড়ে থাকবে )
একজন সাঁতারু জলে ডুবে
সাঁতার কাটলো, চিত সাঁতারও কাটলো
কিন্তু তার চুল ভিজলোনা, এটা কিভাবে
সম্ভব ??
উত্তর :- কারণ তার মাথায় চুল ছিলনা বা সে টাকলা ছিলো
একটি মাত্র অক্ষর যোগ করে
কিভাবে একজন কে বড়ো জন
করবেন?
উত্তর :- ড যোগ করে অর্থাৎ এক জন এই লেখাটিতে এক ডজন, এক ডজন অর্থাৎ ১২
একটি ট্রাক ড্রাইভার ওয়ান ওয়ে রাস্তা দিয়ে
সিগন্যাল না মেনে উল্টো দিকে যাচ্ছিলো
তবু ট্রাফিক পুলিশ ধরলনা কেনো ?
উত্তর :- কারণ ট্রাক ড্রাইভারটি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল।
আমি সবসময় তোমার চোখের সামনে
উঠি আর বসি কিন্তু তুমি আমাকে
দেখতে পাওনা আমি কে?
উত্তর :- চোখের পাতা
আপনাকে একবাটি ফোটানো দূধ
আর একটি চামচ দেওয়া হলো
আপনি চুমুক দিয়ে খেতে পারবেননা
আবার চামচ দিয়েও খেতে পারলেননা
কেনো?
উত্তর :- কারণ আপনাকে কাঁটা চামচ দেওয়া হয়েছিল।
Mrs বোস গল্প করতে করতে সিনেমা দেখবেন
বলে সিনেমা হলের একবারে ধারের দিকের
দুটি কেটে আনতে বললেন Mr বোস ধারের টিকিটি আনলেন তাও mrs বোস রেগে গেলেন
কেনো ?
উত্তর :-
মামী ডাকে মামা বোলে
বাবাও বলে তাই
ছেলেও বলে মামা
মাও বলে তাই
উত্তর :- চাঁদ মামা
দেখে এলাম দাদা
চেতালের হাটে
একটি মাত্র ছেলে
দুটি মায়ের পেটে
উত্তর :- দরজার খিল
দুই অক্ষরে পাখির নাম
পৃথিবীতে থাকি
শেষের অক্ষর বাদ দিলে
সেই নামে ডাকি
উত্তর :- কাক ( শেষের অক্ষর অর্থাৎ ক টি বাদ দিলে পরে থাকে কা আর কাক কা কা করেই ডাকে )
ভাষা আছে, কথা আছে
সারা শব্দ নেই
মানুষের আছে
তবু প্রাণ নাই
উত্তর :- বই
দুই অক্ষরে নাম তার
জলেতে জিবন
ই কার যোগেতে হই
রোগের কারণ
উত্তর :- মাছ
পাখি নই তবুও আছে
লেজ মাথা পাখা।
উরে উরে যাই তবু
যেথা ইচ্ছা সেথা।
উত্তর :- উরোজাহাজ
আকাশে বাতাসে আছি
পৃথিবীতে নাই
চাঁদ আর তারাই আছি
সূর্য তে নাই।
উত্তর :- অা কার
আমার মধ্যে আছো তুমি
তোমার মধ্যে নাই
আমাদের মধ্যে আছো তুমি
বাবার মধ্যে নাই
উত্তর :- আ
আমি থাকি খলে
তুমি থাকো ডালে
তোমার আমার দেখা হবে
মরণের পরে।
উত্তর :- মাছ আর লঙ্কা
In articles
bangla dhadha question and answer
In articles
কোন জিনিস গাছে সবুজ
দোকানে কাল
বাড়িতে আনলে লাল?
উত্তর_চা
পৃথিবীর মতো গোল,
কিন্তু পৃথিবী নয়,
পাতার মতো সবুজ,কিন্তু
পাতা নয় রক্তের মতো লাল,
কিন্তু রক্ত নয় বল
দেখি উত্তরটা কি?
উত্তর_তরমুজ
কি খেলে পেট ভরে না,
কিন্তু মন ভরে যায়!
উত্তর_কিস
ঢাকায় আছে টাকায় আছে
বাংলাদেশে নাই,
কলকাতায় দুটো আছে
সারা বিশ্বে নাই
উত্তর_ক/(k)
একলা তাকে যায় না দেখা
সঙ্গী পেলে বাঁচে,
আঁধার দেখে ভয়ে পালায়
আলোয় ফিরে আসে!
উত্তর_ছায়া
সকালে জন্মলাভ
বিকেলে মরন
তার অভাবে সর্বজীবের
বিফর জীবন!
উত্তর_সূর্য
তিন অক্ষর নামটি তার আছে
সবার ঘরে প্রথম অক্ষর কেটে
দিলে খেতে ইচ্ছে করে,
মাঝের অক্ষর উড়ে গেলে বাজে
সুরে সুরে।
উত্তর_বিছানা
কোন পোকার খাবার
মানুষ চুরি করে খায়?
উত্তর_মৌমাছির
কোন গাছের নামে
শীতের পোশাক আছে?
উত্তর_সাল
ফলের উপর পাতা মুধুট
শরীর ভরা চোখ
আনন্দেতে মিষ্টি সে ফল
নুন দিয়ে খায় লোক!
উত্তর_আনারস
জলের জন্তু নয়,
তবু জলে বাস করে।
হাত নেই পা নেই,
তবু সাঁতার কাটে!
উত্তর_নৌকো
ছেলেদের আছে
মেয়েদের আছে
ছেলেরা লুকিয়ে বেড়ায়
মেয়েরা দেখিয়ে বেড়ায়!
উত্তর_পারস ব্যাগ
লেজ মাথা পাখা আছে
পাখি তবু নয়, ডানা তার মেলে দিয়ে
উড়ে চলে যায়!
উত্তর _প্লেন/বিমান
গরু দুধ দেয়,
মুরগি ডিম দেয়,
এমন কে আছে যে
দুধ-ডিম একসাথে দেয়!
উত্তর_দোকানদার
সবাই রাতে দেয়,
কেউ সময় পেলে দিনেও দেয়,
টানা এক ঘন্টা আবার দূ ঘন্টাও
ও দেয় কেউ কেউ সারারাত দেয়,
কেউ আবার সকালেও দেয়!
দেওয়ার সময় পুরো গরম হইয়া যায়!
উত্তর_ফোন চার্জ
বাঘের মতো লাফ দেয়,
কুকুর হয়ে বসে,
জলের মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে।
উত্তর_ব্যাং
আমি যাকে মামা বলি
বাবাও বলে তাই,
ছেলে ও তাকে মামা বলে
মা ও বলে তাই
কাকে সবাই মামা বলে!
উত্তর_চাঁদ
ধরো আমার নাম আমি
আর তোমার নাম তুমি
তাহলে পাগল টা কে
আমি না তুমি?
উত্তর_তুমি
কোন জিনিস ফ্রিজে
রাখলে ও গরম থাকে!
উত্তর_গরম মসলা
পাঁচজন বন্ধু ছিল ওখানে
‘ক’চা করছিল ‘খ’চা খাচ্ছিল
‘গ’ টিভি দেখছিল ‘ঘ” দাবা
খেলছিল তবে ‘ঙ’কি করছিল!
উত্তর_ঙ দাবা খেলছিলো
জলে জন্ম ঘরে বাস
জলে পড়লে সর্বনাশ
উত্তর_লবন
DISCLAIMER
এই আর্টিকেল এর মধ্যে রয়েছে কিছু ইন্টারেস্টিং, চমৎকার Bangla Dhadha with Answer যা আপনাদের অবশ্যই পছন্দ হবে। আমরা এতে কিছু ছবি দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা ওই সমস্ত ছবি এবং ধাঁধা যেখানে খুশি যেমন ভাবে খুশি সেয়ার করতে পারেন।
FINAL WORDS
আমরা চেষ্টা করেছি আপনাদের সবরকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তাই এই একই আর্টিকেল এর মধ্যে Bangla Dhadha With Answer দেওয়ার চেষ্টা করেছি। এই ধাঁধা গুলি আপনি যেকাওকে জিজ্ঞাসা করতে পারেন।
এই আর্টিকেলটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এই আর্টিকেল টি ভালো লাগল সকলের সাথে সেয়ার করবেন।
hey I want to contact you but I can't get the write method for it in your website you doesn't give the the correct form of contacting you. Best Quotes Of Life