neel digante lyrics ( গোত্র )। Shreya Ghoshal
Neel Digante – Shreya Ghoshal Lyrics
Lyrics – Inspired by Rabindranath Tagore’s Nil Digonte song
Neel Digante Lyrics in Bengali
কিছু স্বপ্ন, কিছু মেঘলা
কিছু বই টই ধুলো লাগা,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
এ বসন্ত রাত জাগা।মম চিত্তে, পাশ ফিরতে
আজ পলাশ ফুলের কাব্য,
নিতি নৃত্যে, ফুল ছিড়তে
শুধু তোমার কথাই ভাববো।আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল
হৃদ মাঝারে থাক।নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।দিগন্তে সুরের আগুন
জ্বলছে অবুঝ ফাগুন,
করছে কি ভয়-টয়,
মন হলে নয়-ছয়;
পাতা ঝরার মরসুম।আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল,
হৃদ মাঝারে থাক।নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।কিছু স্বপ্ন, কিছু মেঘলা
চোখে চোখ রাখা এক রত্তি,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
মনে ইতিউতি তিন সত্যি।
তার সঙ্গে, বিভঙ্গে
দেখি কি হয়, ভালো মন্দে
কি মৃদঙ্গে, সে তরঙ্গে
এলো ঢেউ কুচ কুচ সন্ধ্যে।আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল,
হৃদ মাঝারে থাক।নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।…
Neel Digante Song Lyrics in English
Kichu sopno, kichu meghlaKichu boitoi dhulo laga,Kichu iche sara dicheEi bosonta rat jaga.Momo chitte, pas firteAj polas fuler kabbo,Niti nritte, ful chirteShudhu tomar kothai vab bo.Aj haowa beporoyaDilo sondhe pakhir jhak,Ei bikel ar belfulRid majare thak.Neel digonte,Oi fuler agun laglo, lagloNeel digonte,Bosonte souraver shikha jagloBosonte, neel digonte.Digonte surer agunDiche abujh fagun,Korche ki voi toi,Mon hole noi Choi;Pata chorar morsum.Aj haowa beporoyaDilo sondhe pakhir jhak,Ei bikel ar belfulRid majare thak.Neel digonte,Oi fuler agun laglo, lagloNeel digonte,Bosonte souraver shikha jagloBosonte, neel digonte.Kichu sopno, kichu meghlaKichu boitoi dhulo laga,Kichu iche sara dicheMone itiuti tin sotti.Tar songe, bivonge,Dekhi ki hoi, valo mondo,Ki mridonge, se toronge,Elo dheo kuch kuch sondhe.Aj haowa beporoyaDilo sondhe pakhir jhak,Ei bikel ar belfulRid majare thak.Neel digonte,Oi fuler agun laglo, lagloNeel digonte,Bosonte souraver shikha jagloBosonte, neel digonte…..