Preme pora baron lyrics টি লিখেছেন Ranajoy Bhattacharjee এবং এই গানটি গেয়েছেন Lagnajita Chakraborty। এই গানটি নেওয়া হয়েছে Sweater নামক একটি বাংলা ছবি থেকে। আজ আমরা এই গানটিরই লিরিকস আপনাদের সাথে share করতে চলেছি
Preme Pora Baron – Lagnajita Chakraborty Lyrics
Preme Pora Baron Lyrics in Bengali
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ,
প্রেমে পড়া বারণ।তোমায় যত গল্প বলার ছিলো,
তোমায় যত গল্প বলার ছিলো,
সব পাঁপড়ি হয়ে গাছের পাশে,
ছড়িয়ে রয়ে ছিলো।
দাওনি তুমি আমায় সে সব,
কুড়িয়ে নেওয়ার কোনো কারন।প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও,
ফিরে তাকানো বারণ।
প্রেমে পড়া বারণ।শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে, ঠোঁট ফুলিয়ে
বসন্তের এই স্মৃতিচারণ।প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায়,
মনে করা বারণ।
প্রেমে পড়া বারণ।
Preme Pora Baron Lyrics in English
Preme pora baron, karone okaron
Aangule angul rakhleo haat dhora baron Preme pora baron, karone okaronAangule angul rakhleo haat dhora baron, preme pora baron.
Tomay joto golpo bolar chilo,
Tomay joto golpo bolar chilo,
Shob papri hoye gacher pashe,
choriye roye chilo
Daoni tumi amay se shob,
Kuriye neowar kono karonPreme pora baron, karone okaron
Oi maya chokhe chok rakhleo,
phire Takano baron,Shunne vashi raatri ekhono guni,
Tomar amar nouka baowar,
shobdo ekhono shuni
Tai mukh lukiye, thot fuliye
boshonter ei smriticharonPreme pora baron , karon e okaron
mone porleo ajke tomay
mone kora baron,
preme pora baron…