Tomake Lyrics । তোমাকে ( Porineeta ) Shreya Ghoshal
Tomake Lyrics অর্থাৎ পরিণীতা ছবির একটি জনপ্রিয় গানের লিরিকস। আপনিও যদি এই গানটি গাইতে চান তাহলে আপনি এই Lyrics দেখে গানটি নিজের মত করে গাইতে পারেন। গানটি গেয়েছেন Shreya Ghoshal এবং গানটি লিখেছেন Arko Provo Mukharjee।
আমরা চেষ্টা করেছি Tomake Lyrics টি সম্পূর্ণ রূপ ও ভালো করে লেখার। আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা আমাদের তা কমেন্ট করে জানাতে পারেন।
অন্যান্য তথ্য:- আজকের গানটি পরিণীতা নামের এক বাংলা চলচ্চিত্র থেকে নেওয়া হয়েছে। পরিণীতা মুক্তি পেয়েছিল ৬ সেপ্টেম্বর ২০১৯ সালে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন Raj Chokroborti এবং সম্পাদনা করেছেন Sanglap Bhowmik। এই ছবিটির কাহিনীকার হলেন Priyanka Poddar এবং
Arnab Bhaumik
অভিনেতা ও অভিনেত্রী গণ:- Subhashree Ganguly, Ritwik Chakraborty, Gaurav Chakraborty, Falaque Rashid Roy, Adrit Roy, Biswajit Chakraborty, Laboni Sarkar, Tulika Basu, Adrija Addy Roy, Tithi Dac etc..
SONG CREDIT:-
Singer:- Shreya Ghoshal
Lyrics:- Arko
Music:- Arko
Composer:-
Mixer:- Aditya Dev
Label:- RCE Music
Movie:- Porineeta
Tomake Lyrics in Bengali
প্রাণ দিতে চাই, মন দিতে চাই ।
সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই,
তোমাকে, ও ও .. তোমাকে ।
স্বপ্ন সাজাই, নিজেকে হারায় ।
দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই,
তোমাকে, ও ও .. তোমাকে ।
জেনেও তোমার আঁখি,
চুপ করে থাকে ।
রোজ দুই ফোঁটা যেন,
আরও ভালো লাগে ।
গানে, অভিসারে
চাই শুধু বারেবারে,
তোমাকে, ও ও .. তোমাকে ।
যেদিন কানে কানে সব বলবো তোমাকে ।
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে ।
পথ চেয়ে রই, দেরি করো না যতই ।
আর ভোলা যাবে না জীবনে কখনোই,
তোমাকে, ও ও .. তোমাকে ।
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি ।
তুমি আসলে জোনাকি রাশি রাশি ।
রাখি আগলে তোমায় অনুরাগে ।
বলো কিভাবে বোঝাই ভালোবাসি ।
সব চিঠি, সব কল্পনা জুড়ে,
রং মিশে যায় রুক্ষ দুপুরে ।
সেই রং দিয়ে তোমাকেই আঁকি ।
আর কিভাবে বোঝাই ভালোবাসি ।
প্রাণ দিতে চাই, মন দিতে চাই ।
সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই,
তোমাকে, ও ও .. তোমাকে ।
স্বপ্ন সাজাই, নিজেকে হারায় ।
দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই,
তোমাকে, ও ও .. তোমাকে ।
Tomake Lyrics in English
pran dite chai , mon dite chai .
sabtuku dhyan sarakkhan dite chai,
tomake , o o .. tomake .
swapno sajai , nigeke haray .
duti nayne roj niye shute jai ,
tomake , o o .. tomake .
jeneo tomar akhi ,
chup kore thake .
roj dui fota jen ,
aro bhalo lage .
gane , ovisare
chai shudhu barebare ,
tomake , o o .. tomake .
jedin kane kane sab bolbo tomake .
buker majhe japte joriye dhorbo tomake .
poth chae ri , deri koro na jatoi .
ar vola jabe na jeebone kakhanoi ,
tomake , o o .. tomake.
Tumi hasle amar thote hasi .
tumi asle jonaki rashi rashi .
rakhi agole tomay anurage .
bolo kivabe bojhai bhalobasi .
sab chitthi , sab kalpona joore ,
rang mishe jay ruksh dupure .
sei rang diye tomakei aki .
ar kivabe bojhai bhalobasi .
pran dite chai , mon dite chai .
sabtuku dhyan sarakkhan dite chai ,
tomake , o o .. tomake .
swapno sajai , nigeke haray .
duti nayne roj niye shute jai ,
tomake , o o .. tomake .
ALSO READ:- Preme Pora Baron Lyrics
ALSO READ:- Tumpa Song Lyrics