কলকাতায় হু হু করে বাড়ছে অমিক্রন
সারা ভারত বর্ষের পাশাপাশি কলকাতাতেও হু হু করে বাড়ছে অমিক্রন। তাই অনুরোধ করা হচ্ছে সকলকে সাবধানে থাকতে। কলকাতায় আরো দু জন্ কিশোরের ধরা পড়েছে অমিক্রন।একজনের বয়স ১১ আর একজনের বয়স ১৯ বছর।
ওই দুজনের আদেও অমিক্রন না কোভিড সেটা যাচাই করার জন্য তাদের দু জনের থেকেই নমুনা নেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য।বিমান বন্দরে দু জনের কোভিড ধরা পড়ার পর একজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং ওপর একজনকে রাখা হয়েছে হোম আইসোলেশনে।
এবং আরো জানা যাচ্ছেযে দুজনই বিলেত ফেরত। ১৯ বছরের ওই কিশোরের বাড়ি আলিপুরে। এবং সে দুবাই থেকে লন্ডন হয়ে বাড়ি ফিরছিলো। ১১ বছরের ওই কিশোর আদতে সুইডিশ নাগরিক এখন সে থাকে বালিগঞ্জে। তাকে তার বাড়িতেই হোম আইসোলেশনে রাখা রয়েছে। ওই দু জন কিশোরই রবিবার সকালে বাড়ি ফিরছিলো।
দেশে আস্তে আস্তে হলেও বাড়ছে অমিক্রন এই মুহূর্তে দেশে অমিক্রন আক্রান্তের সংখ্যা ১৫৫ পার হয়ে গেছে। অমিক্রন রুখতে আবার হয়তো লোকডাউন লেগে যেতে পারে।