আপনারা যদি কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে মৎস পালনের ব্যবসা সম্মন্ধে একবার ভেবে দেখতে পারেন।কারণ বর্তমানে আপনারা এই ব্যবসা করে লক্ষ লক্ষ আই করতে পারেন।
এই ব্যবসা বা মৎস চাষ করার অনেকগুলি পদ্ধতি আছে তাদের মধ্যে কয়েকটা পদ্ধতি সম্মন্ধে আপনারা জেনে নিতে পারেন।
কেজ সিস্টেম
এই পদ্ধতিতে আপনাদেড় নিজেদের কোনো জায়গা না থাকলেও আপনা মৎস পালন করতে পারবেন, কিন্তু কিভাবে?
এই পদ্ধতিতে আপনারা কোনো সুমুদ্র বা নদীর কিছুটা অংশ জলদিয়ে ঘিরে সেখানে মাছ চাষ করতে পারেন।কিন্তু সে ক্ষত্রে আপনাদের বিশেষ কিছু ব্যবস্থা নিতে হয় আপনাদের মাছ সুরক্ষিত রাখতে।
এছাড়াও আপনারা আপনাদের নিজেদের পুকুর কেটে মাছ চাষ করতে পারেন।এবং যদি আপনাদের নিজেদের পুকুর থাকে তাহলে আরো খরচ কম পরবে।
যদি আপানাদের বেশি জায়গা না থাকে তাহলে আপনারা ট্যাংক বানিয়েও মাছ চাষ করতে পারেন।এবং এই পদ্ধতিতে কিছু কৃত্রিম প্রক্রিয়ার ব্যবহার করে আপনারা উৎপাদনও বৃদ্ধি করতে পারেন।
এই ব্যাবসায় খরচ
আপনারা কোন পদ্ধতির ব্যবহার করে মাছ চাষ করতে চলেছেন তার ওপর নির্ভর করে এই ব্যাবসার খরচ।মোটামুটি ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা হতে পারে।