১৯৮৩ আমাদের সকলের কাছেই এক ঐতিহাসিক মুহূর্ত কিন্তু সে সময় আমরা ওই মুহূর্তটিকে অনুভব করতে পারিনি কিন্তু আজ রণভীর সিং ও অন্নান্ন অভিনেতা এবং নেত্রীরা তাদের অভিনয়ের মাধ্যমে ,
ওই মুহূর্তটিকে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং তাতে প্রাণ ঢেলে দিয়েছেন Kabir Sing ও Sumit Arora -এর লেখা ডায়লগ গুলি।
এক কোথায় বলা যেতে পারে যে যদি আপনি ১৯৮৩-এর ওই সময়টিকে অনুভব করতে চান তাহলে এই মুভিটি আপনি দেখতে পারেন।