taarak mehta ka ooltah chashmah -এর নতুন এক্ট্রেস জেনেনিন ক ইনি? তাছাড়া কার চরিত্রই বা প্লে করবেন ইনি?

taarak mehta ka ooltah chashmah -এই শো হয়তো আপনারা সকলেই দেখে থাকবেন এবং এই শোটি ফেমাস কমেডি -এর জন্য।

তাছাড়া এটা সব থেকে লম্বা সময় থেকে চলে আসা একটি শো এবং এটি এখনো চলছে আসা করা যাই ভবিষ্যতেও এই শো এই রকম ভাবেই চলবে।

এর আগেও TMKOC -এর অনেক এক্টরের বদলি হোয়েছে তাই অনেকে ভাবছেন যে Arshi Bharti হয়তো ববিতাজী (Munmun Dutta) কে রিপ্লেস করবে।

আসলে এই আলোচনাটি শুরু তাড়াক মেহেতার সেক্রেটারি হিসাবে আরশি কে দেখা যাওয়ার পর।কিন্তু সেরকম কোনো খবর পাওয়া যায়নি।

এই কমেডি শোতে আসার আগেও আরশি ভারতী শান্ডিল্য কে দেখা গেছে বড়ো পর্দার bollywood -এর ছবি "panipat" এতে।

সেখানে তিনি কাজ করেছেন arjun kapoor, Sanjay Dutt এবং kriti sanon -এর সাথে ওই ছবিতে তিনি kriti sanon -এর বান্ধবীর রোল করেছেন।

Arshi Bharti- এর বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে তিনি মুম্বাই-এ পড়তে আসেন আর এখানে এসেই তিনি অভিনয়ের জগতে পা রাখেন।

তার বাবার নাম Rajesh Bharti এবং তিনি একজন অস্ট্রলজার এবং তার মায়ের নাম Sunita Bharti এবং তিনি এক জন সিঙ্গার।

এছাড়া আরশি kishore namit kapoor -এর এক্টিং ইনস্টিটিউশন থেকে এক্টিং -এর একটি ডিপ্লোমাও করেছেন।তার এক্টিং ক্যারিয়ার কে আরো সফল করার জন্য।